ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এবিটি’র সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
রাজধানীতে এবিটি’র সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানী থেকে সাঈদ হাসান ওরফে আমির ওরফে শুভ (২৭) নামে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) মিডিয়া উইংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) দাবি করছে, গ্রেফতার সাঈদের সাংগঠনিক নাম আবদুল্লাহ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন সেট ও একটি কম্পিউটার সিপিইউ উদ্ধার করা হয়।

সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানায়, ‘গ্রেফতার সাঈদ আনসার আল ইসলামের পরিচালিত-মিডিয়া তয়িফার শহীদ সোলায়মান মিডিয়াসহ অন্যান্য মিডিয়াসমূহের জন্য অনুবাদ, ভিডিও  এডিটিং, সাবটাইটেল যোগকরাসহ সংগঠনের সদস্য সংগ্রহ, অনলাইন প্রোপাগান্ডা পরিচালনার কাজ করতো। ’

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মঙ্গলবার সাঈদকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।