ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মতবিরোধ থাকলেও নির্বাচন কঠিন হবে না: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
মতবিরোধ থাকলেও নির্বাচন কঠিন হবে না: সিইসি নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, ফাইল ফটো

ঢাকা: কমিশনের মধ্যে মতবিরোধ থাকলেও একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দ্বিতীয়বারের মতো নোট অব ডিসেন্ট দিয়ে সোমবার (১৫ অক্টোবর) বৈঠক বর্জন করায় কমিশনে দ্বিধা-বিভক্তির প্রশ্ন উঠে।

তার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা জানতে চান, মতবিরোধের কারণে নির্বাচন কঠিন হবে কি-না? জবাবে সিইসি বলেন, কঠিন হবে না। আমাকে ইনসেস্ট করবেন না। এ বিষয়ে কিছু বলবো না।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসি বলেন, মাঠ পর্যায়ে প্রস্তুতি সন্তোষজনক। তাদের মধ্যে নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি লক্ষ্য করেছি। তিন চারটি বিষয়ে তাদের মন্তব্য চেয়েছি। তা হলো- ভোটার তালিকার সিডি, ভোটকেন্দ্রের অবস্থা। এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা ইতোমধ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে। কোনো সমস্যা থাকলে তা সমাধানে কাজ করছে। দুর্গম এলাকায় কোথায় কিভাবে ভোটের মালামাল নেওয়া যাবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

নূরুল হুদা বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় আসেনি। চট্টগ্রামে আইনশৃঙ্খলা ব্যবস্থা খারাপ, সেখানে বাড়তি ব্যবস্থা নিতে হবে। সে বিষয়ে তারা অবহিত করেছে।

‘আচরণবিধির কিছু কিছু বিষয়ে পরিবর্তন আসছে। তবে এখনও সময় আসেনি। আমরা দেখি তফসিল ঘোষণার পর সরকারের অবস্থা কি দাঁড়ায়। সংসদ সদস্যদের কি অবস্থা হয়। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠপর্যায়ের অবস্থা ভালো। কর্মকর্তাদের যে দায়িত্ব তারা তা যথাযথভাবে পালন করছেন। এ ক্ষেত্রে তারা প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন।

*ফের নির্বাচন কমিশন সভা বর্জন করলেন মাহবুব তালুকদার
*৫ কারণে সভা বর্জন করেছেন মাহবুব তালুকদার
*৩০ অক্টোবরের পর যেকোনো দিন তফসিল
*অপমানিত হয়েছি: মাহবুব তালুকদার
*সুষ্ঠু নির্বাচনের জন্য সামর্থ্যের সব করা হবে: সিইসি

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।