ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখেরচরে ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত, ২ জঙ্গি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
শেখেরচরে ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত, ২ জঙ্গি নিহত

নরসিংদী: নরসিংদীর শেখেরচরের জঙ্গি আস্তানার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি শেখেরচরের অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।  

তিনি সাংবাদিকদের বলেন, অভিযান সফল হয়েছে।

অভিযানে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই নব্য জেএমবির সদস্য।  
বাসার ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি, তবে একটি অস্ত্র পাওয়া গেছে। নিহত জঙ্গিদের সঙ্গে মধাবদীতে অবস্থানরত জঙ্গিদের সম্পর্ক রয়েছে। পরবর্তী অভিযান মাধবদীর জঙ্গি আস্তানাতে পরিচালনা করা হবে।

** নরসিংদীতে অভিযানের নাম ‘অপারেশন গর্ডিয়ান নট’
** নরসিংদীতে ঘিরে রাখা ২ আস্তানায় জঙ্গি ও গোলাবারুদ রয়েছে

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮/আপডেট: ১৬৪৩ ঘণ্টা
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।