ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
যাত্রাবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অপারেশন পরিচালক অতিরিক্ত এএসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী এ তথ্য জানান। এর আগে বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-চালক আবদুল হামিদ (৫৮) ও সহযোগী রেজওয়ান (১৯)। চালকের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় এবং সহযোগীর গ্রামের বাড়ি কক্সবাজারে।

মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে গোলাপবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ ঢাকা-কক্সবাজার রুটের লন্ডন এক্সপ্রেস বাসের চালক ও তার সহযোগীকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।