ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘কোনো সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
‘কোনো সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফাইল ফটো

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাস এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের স্থান নেই। র‌্যাব, পুলিশসহ আমরা সবাই আপনাদের পাশে আছি। কেউ যদি অন্য সূরে কিংবা অন্য চোখে দেখে, তা হলে এর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী পূজা মণ্ডপে ‘শারদীয় শুভেচ্ছা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যেখানে জঙ্গী বা সন্ত্রাস, আমাদের নিরাপত্তা বাহিনী সেখানেই অবস্থান করে তাদের গুঁড়িয়ে দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নরসিংদীতে দু’টি জঙ্গির অবস্থানের খবর পাওয়া গেছে।

এর মধ্যে একটির শেষ হয়েছে। আরেকটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।

কোনো জঙ্গি-সন্ত্রাসী বা যারা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করে তাদের দেশে স্থানে নেই বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ঢাকার পূজা মণ্ডপগুলোতে দেখছি মানুষের ঢল নেমেছে। মানুষের উৎসাহের কোনো কমতি নেই। মণ্ডপগুলো সুন্দর সাজে সেজেছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে পূজা চলছে।

মানুষের স্বচ্ছতা বাড়ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, প্রতিবছর দেশের পূজা মণ্ডপ বাড়ছে। এ বছর সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপ হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ২৩৪টি মণ্ডপ। যা গত বছরের চেয়ে এক হাজার বেশি।

তিনি আরও বলেন, ঢাকেশ্বরী পূজা মণ্ডপে বেশ সমস্যা রয়েছে। প্রধানমন্ত্রীকে আপনারা বলেছেন, এই সমস্যা আর থাকেব না। আশা করছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে শিগগির।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত এ সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সচিব মোস্তাফা কামাল উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি দত্ত, ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।