ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ৭ ফার্মেসিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
না'গঞ্জে ৭ ফার্মেসিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কালিরবাজারে সাতটি ফার্মেসিকে বিভিন্ন অপরাধে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা বীণা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
রাতে সদর উপজেলা কার্যালয়ে ইউএনও হোসনে আরা বীণা সাংবাদিকদের জানান, শহরের চাষাঢ়া ও চারারগোপ এলাকায় আলাদা দু’টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় ওষুধের দাম বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকার অপরাধে লক্ষ্মী ফার্মেসি, শিরিন ফার্মেসি, লার্জ ফার্মা, উজ্জ্বল ফার্মেসিসহ সাতটি ফার্মেসিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  

একই সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।