ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে কুমারীরূপে অধিষ্ঠিত হচ্ছে প্রিয়ন্তী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
না’গঞ্জে কুমারীরূপে অধিষ্ঠিত হচ্ছে প্রিয়ন্তী প্রিয়ন্তী চক্রবর্তী।

নারায়ণগঞ্জ: প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। স্বামী বিবেকানন্দ শারদীয় দুর্গোৎসবে এ কুমারীপূজার প্রচলন করেন।   

বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন মণ্ডপে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হবে মহাষ্টমীর পূজা।

অঞ্জলি দেওয়া হবে দুপুর ১টায়। দুপুর ১২টা ৩১ মিনিটে সন্ধিপূজা শুরু হয়ে ১টা ১৯ মিনিটে শেষ হবে।

এ বছর কুমারী দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হচ্ছে ৭ বছর ১১ মাস বয়সী প্রিয়ন্তী চক্রবর্তী। প্রিয়ন্তী স্বপন চক্রবর্তী ও মা শঙ্কুরী চক্রবর্তীর মেয়ে এবং নারায়ণগঞ্জ শহরের কিন্ডার কেয়ার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ কুমারীপূজা সম্পর্কে জানান, সনাতন ধর্মের নিয়ম অনুসারে দেবীকে শিশুরূপে মায়ের আসনে পূজা করা হয়। দেবীকে জাগ্রতিকভাবে পূজা করতে এ কুমারীপূজার আয়োজন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।