ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
পার্বতীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে জাকেরগঞ্জ বাজারে প্রাইভেটকারের ধাক্কায় আলমগীর হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে পার্বতীপুর-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মারা যান।

আলমগীরের বাড়ি পার্বতীপুর পৌর এলাকার কুলিপাড়া মহল্লায়। তার বাবার নাম মৃত কুদ্দুস আলী।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বাংলানিউজকে জানান, বিকেলের দিকে মোটরসাইকেল চালিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন আলমগীর। পথে জাকেরগঞ্জ বাজারে পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে ধাক্কায় দেয়। এতে আলমগীর গুরুত্বর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।