ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লেগুনায় ট্রাকের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে আহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
লেগুনায় ট্রাকের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে আহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কে লেগুনাকে ট্রাকের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ছাতক উপজেলার চেচান গ্রাম সংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা গেছে, এসময় লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লেগুনাটি পুড়ে গেছে। ওই সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া বাংললানিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই। এক যাত্রী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।