ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পূজার আনন্দ দ্বিগুণ যাত্রাপালায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
পূজার আনন্দ দ্বিগুণ যাত্রাপালায় পুজা উপলক্ষে যাত্রপালা-ছবি-বাংলানিউজ

নেত্রকোনা: চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশজুড়ে পূজার আনন্দে মেতেছেন সবাই। শহরের চেয়ে গ্রামে কোনো অংশে কম তো নয়ই বরং একটু বেশিই পূজার এ আনন্দ। 

শহরবাসী বছরজুড়ে নানারকম বিনোদনে মেতে থাকলেও গ্রামের মানুষের ক্ষেত্রে সেরকম সুযোগ হয় না। ফলে তারা কোনো উৎসব পেলেই দ্বিগুণ আনন্দ উপভোগে নানাবিধ আয়োজন করেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে নেত্রকোনার উপকূল সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। ইউনিয়নটির শুয়ারিকান্দা গ্রামে হেম বাবুর বাড়ির দুর্গাপূজায় মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাত থেকে ‘নাচঘরের কান্না’ মঞ্চস্থের মাধ্যমে যাত্রাপালা শুরু হয়।

যাত্রাকে কেন্দ্র করে গ্রাম ও আশপাশের সব ধর্মের মানুষের মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিন সন্ধ্যা থেকেই হেম বাবুর বাড়িতে হাজারও দর্শক সমাগম হতে থাকে।

যাত্রাপালা দেখতে এসে বড়ওয়ারি গ্রামের নিলুফা বেগম বাংলানিউজকে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাত্রাপালার আয়োজন করায় আমরা খুব খুশি। সম্পূর্ণ সামাজিক পরিবেশে এ অনুষ্ঠান উপভোগ করছি।

আকাশ সংস্কৃতির যুগে হারিয়ে যেতে বসেছে আমাদের গ্রামবাংলার কৃষ্টি কালচার উল্লেখ করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বলেন, আমাদের সংস্কৃতি আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। এ ধরনের সুস্থ ধারার যাত্রাপালা অথবা সাংস্কৃতিক যেকোনো কর্মকাণ্ডে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলায় এবার দুর্গাপূজা হচ্ছে ৪৮৮টি।  

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় প্রতিদিন সন্ধ্যা থেকে পুলিশ কর্মকর্তাসহ ৪০ জন সদস্য মোটরসাইকেলযোগে মহড়া দিচ্ছে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপ ও শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট রয়েছে।  

নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে সে যেইহোক তাকে ছাড় দেওয়া হবে না-বলেন এসপি জয়দেব।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।