ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাফাখুমে পাহাড়ি ঝিরিতে পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
নাফাখুমে পাহাড়ি ঝিরিতে পর্যটক নিখোঁজ সেঙ্গুম পাহাড়ি ঝিরি। ছবি-বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের নাফাখুমে পাহাড়ি ঝিরির স্রোতে আরিফুল হাসান (২৭) নামে এক পর্যটক ভেসে গেছেন।

বুধবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকার কচুখেত এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে বান্দরবান থেকে ছয় পর্যটক থানচিতে যান। ইঞ্জিন-চালিত নৌকায় করে রেমাক্রি যাওয়ার পর তারা নাফাখুম ঝরনা দেখতে যান। সেখানে সেঙ্গুম পাহাড়ি ঝিরি পার হওয়ার সময় প্রবল স্রোতের তোড়ে আরিফুল ভেসে যান। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

থানচির বলিপাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল হাসান বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

ঘটনার খবর পেয়ে থানচি থেকে বিজিবি ও পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।