পুলিশের হাতে আটক রিপন ত্রিপুরা
খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় চাঁদাবাজির মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি রিপন ত্রিপুরাকে (২৮) আটক করেছে পুলিশ। আটক রিপন বাইল্যাছড়ি গ্রামের জিজেন্দ্র ত্রিপুরার ছেলে।
বুধবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বাইল্লাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাইল্যাছড়ি এলাকায় ফেনীগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এডি/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।