বুধবার (১৭ অক্টোবর) সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে শিবচর পৌরসভার পাওয়ার হাউজ মোড় অতিক্রম করার সময় এ দুর্ঘটনার শিকার হন।
নিহত রুবেল আকন শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার পূর্বকান্দি গ্রামের করম আলী আকনের ছেলে।
নিহতের চাচাতো ভাই হাফিজুল ইসলাম জানান, সকালে মাহিন্দ্রার চাপায় মোটরসাইকেল আরোহী রুবেল গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর মাহিন্দ্রাটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪৮২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসআই