ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘গুরুর মধ্যের মানুষটি হলো গুরু’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
‘গুরুর মধ্যের মানুষটি হলো গুরু’ লালন ভক্তদের আসর। ছবি: বাংলানিউজ

ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ী থেকে: বাউল সম্রাট ফকির লালন তার প্রতিটি বাণী ও কথার মধ্যে মানব ধর্মের কথা বলেছেন। সাঁইজির কোনো নতুন ভক্ত বা শিষ্য হতে হলে তাকে তিনটি কথা মানতে হবে।

তিনি তার ভক্তদের জন্য তিনটি বাণী দিয়েছেন।  

প্রথমটি হলো- ভালো রাস্তা চিনতে হবে।

আর এই ভালো রাস্তাটি হলো সত্য বল, সু পথে চল ওরে আমার মন, সত্য সু পথ না চিনলে পাবি না তুই ওই মানুষের দর্শন। সৎ পথে চলতে হবে এবং সত্য কথা বলতে হবে।  

দ্বিতীয় হলো- প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে সৃষ্টিকর্তা। মানুষকে ভজতে হবে। মানুষের বাইরে যে রূপ সেটা তার আসল রূপ নয়, তার ভেতরে রয়েছে আসল রূপ। সেই দর্শন পেতে হলে, সেই রাস্তায় চলতে হলে তাকে একজন সৎ সঙ্গ বা যেখানে সৎ কথা হয়, যে কথা শুনলে মানুষ মানুষ হতে পারে। সু-পথে চলতে পারে এজন্য একজন সাধু গুরু ধরতে হবে। সাধু গুরুকে জানতে হবে। মানুষের দেহ গুরু নয়, গুরুর মধ্যের মানুষটি হলো গুরু। গুরুর কথা এবং গুরুর সৎ উপদেশকে মানতে হবে তবেই ভালো মানুষ হতে পারবে। সেই মানুষ (ঈশ্বর) এর দর্শন পেতে হলে তত্ব মানতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। যারা মানববাদী ধর্ম করে, যারা শুধু মানুষকে ভালোবাসে, মানুষকেই বড় মনে করে। মানুষের ভেতরেরই মানুষকে খুঁজে পেতে হবে।  

পরিশেষে নিজের ভেতরের নিজেকে চিনতে হলে সৎ মানুষের সাহায্য নিতে হবে। গুরুর ভালো কথাগুলো মানতে হবে। এভাবেই ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীতে নতুন শিষ্যকে মানবধর্ম সম্পর্কে বোঝাচ্ছিলেন ফকির মোতালেব শাহ।  

তিনি বাংলানিউজকে বলেন, নিজের মধেই ঈশ্বর বসবাস করেন। এর জন্য একজন ভালো মানুষ হতে হবে, সৎ পথে চলতে হবে। নিজেকে চেনার জন্য একজন গুরুর দর্শন নিতে হবে তবেই তো চেনা যাবে নিজের সেই সত্ত্বাকে।  

শুধু মোতালেব শাহ’ই নয় আখড়াবাড়ীতে ছোট ছোট মাদুর পেতে শতাধিক সাধুরা তাদের শিষ্যদের মানবতার দিক্ষা দিচ্ছেন। বলছেন বাউল সম্রাট ফকির লালন শাহ’র বাণীর ব্যাখ্যা। দেখাচ্ছেন আলোর পথ।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।