ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই’ এ স্লোগানে চাকরি নিয়মিতকরণ, অতিরিক্ত কাজের চাপ কমানোসহ চাকরিচ্যুতদের পরীক্ষা ছাড়া পুনর্বহালের দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা।

বুধবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে বাংলাদেশ মিটার রিডার কাম-মেসেঞ্জার ঐক্য পরিষদের সৌজন্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি উজ্জল মিয়া, সদস্য মো. বসির উদ্দিন, মো. শাহজাহান, মো. বেলায়েত হোসেন প্রমুখ।

আন্দোলনরত কর্মচারীরা বলেন ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’, কিন্তু দুঃখের বিষয় ঘরে ঘরে মিটার লাগালেও গণহারে আমাদের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে।

তারা আরও বলেন, ২০১২ সালে ৪৯৪ তম বোর্ড সভার একটি সিদ্ধান্ত মোতাবেক একই পল্লীবিদ্যুৎ সমিতিতে ৯ বছর চাকরি করার পর অভিজ্ঞতার আলোকে, অন্য সমিতিতে আবেদনের মাধ্যমে ইন্টারভিউ ছাড়া ৫৫ বছর বয়স পর্যন্ত চাকরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য বোর্ডের সিদ্ধান্ত বরখেলাপের পাঁয়তারা করছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।