বুধবার (১৭ অক্টোবর) দুপুরে আরএমপি কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে রংপুর সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান।
কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, সাংবাদিক ও পুলিশের কাজ একই রকম।
তিনি বলেন, পুলিশ সাংবাদিকের মধ্যে ঐতিহাসিক যে সম্প্রীতি সৌহার্দ্য রয়েছে, তা কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ছোট ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট বিরোধ দুর করতে সবাইকে আন্তরিক হতে হবে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় সভায় বক্তব্য আরও রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাব হোসেন।
এসময় নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রশীদ বাবু, সিনিয়র সহ-সভাপতি রফিক সরকার, সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নজরুল মৃধা, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রহমান হাবু, সাবেক কোষাধ্যক্ষ আফতাব হোসেন, সাবেক ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক বাদশা ওসমানী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম পিয়াল, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার রংপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরআইএস/