ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ নগর গড়ার প্রত্যয় আরপিএমপি কমিশনারের

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
নিরাপদ নগর গড়ার প্রত্যয় আরপিএমপি কমিশনারের মতবিনিময় সভায় আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। ছবি: বাংলানিউজ

রংপুর:  রংপুরকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত নিরাপদ মহানগর উপহার দিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে আরএমপি কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে রংপুর সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান।

কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, সাংবাদিক ও পুলিশের কাজ একই রকম।

সাংবাদিকরা রিপোটিংয়ের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অপরাধীদের মুখোশ উন্মোচনে তথ্য চিত্র তুলে ধরেন। আর পুলিশ সেই সূত্র ধরে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনে।
 
তিনি বলেন, পুলিশ সাংবাদিকের মধ্যে ঐতিহাসিক যে সম্প্রীতি সৌহার্দ্য রয়েছে, তা কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ছোট ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট বিরোধ দুর করতে সবাইকে আন্তরিক হতে হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় সভায় বক্তব্য আরও রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাব হোসেন।
 
এসময় নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রশীদ বাবু, সিনিয়র সহ-সভাপতি রফিক সরকার, সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নজরুল মৃধা, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রহমান হাবু, সাবেক কোষাধ্যক্ষ আফতাব হোসেন, সাবেক ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক বাদশা ওসমানী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম পিয়াল, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি প্রমুখ।

এছাড়া সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার রংপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আর‌আইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।