বুধবার (১৭ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা একথা বলেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ।
শ্রিংলা শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি এনে দেয়। এই উৎসব মানুষের মানুষের মধ্যে কল্যাণ ও উন্নয়নের বার্তা বহন করে। এই উৎসব সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে সব সময়।
অনুষ্ঠানে তিনি ভক্তদের মাঝে প্রসাদও বিতরণ করেন। এছাড়া ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল, সাংবাদিক রাহুল রাহা প্রমুখ।
কুমারী পূজায় মায়ের আসনে শ্রেয়সী
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
টিআর/এএ