বুধবার (১৭ অক্টোবর) ভোরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (১৬ অক্টোবর) গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার ঘোড়জান, বাঘুটিয়া ও ভূতের মোড় সংলগ্ন যমুনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার খাসপুখুরিয়া গ্রামের শরবেশ আলী (৩৫), জোতপাড়া গ্রামের মিজানুর রহমান (২৭), একই গ্রামের শহীদুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ (৩৬), ফুলহারা গ্রামের জাহিদুল ইসলাম (২৫), চর দিতপুর গ্রামের শান্তা ইসলাম (৩০), টাঙ্গাইল সদরের উত্তর হাগড়া গ্রামের সোলায়মান (৩৫) ও
নাগরপুর উপজেলার শাহজাহানী গ্রামের কামাল হোসেন ((৪০)।
ভারপ্রাপ্ত ইউএনও মো. আনিসুর রহমান বুধবার দুপুরে
বাংলানিউজকে জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আট জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫টি কারেন্ট জাল
(৩০,০০০ মিটার) ও ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ভোরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ ২টি এতিমখানায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ