ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রবারণা পূর্ণিমায় আড়াই হাজার বৌদ্ধ মন্দিরে চাল বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
প্রবারণা পূর্ণিমায় আড়াই হাজার বৌদ্ধ মন্দিরে চাল বরাদ্দ

ঢাকা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ২২ জেলায় দুই হাজার ৫শ বৌদ্ধ মন্দিরে বিতরণের জন্য এক হাজার ২৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মন্দিরের জন্য ৫শ কেজি করে চাল বিতরণ করা হবে।

আগামী ২৪ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব প্রবরণা পূর্ণিমার আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সম্প্রতি ত্রাণ হিসেবে এসব চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।
 
বরাদ্দপত্রে বলা হয়েছে, বৌদ্ধ মন্দিরে আগত ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য জেলা প্রশাসকদের কাছে এক হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হলো।


 
ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী ও সিলেট জেলায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।
 
জেলা প্রশাসক তার জেলাধীন বৌদ্ধ মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারি চাল দেবেনে উল্লেখ করে বরাদ্দপত্রে বলা হয়েছে, মন্দির সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।