আগামী ২৪ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব প্রবরণা পূর্ণিমার আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সম্প্রতি ত্রাণ হিসেবে এসব চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।
বরাদ্দপত্রে বলা হয়েছে, বৌদ্ধ মন্দিরে আগত ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য জেলা প্রশাসকদের কাছে এক হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হলো।
ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী ও সিলেট জেলায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক তার জেলাধীন বৌদ্ধ মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারি চাল দেবেনে উল্লেখ করে বরাদ্দপত্রে বলা হয়েছে, মন্দির সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমআইএইচ/এএ