মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে খুলনা ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের খুলনা সার্কেল প্রধান মো. আওলাদ হোসেন, সার্কেল হেড অব মার্কেটিং আবুল হাসনাত, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদষ্টো শেখ আশরাফ উজ জামান, সভাপতি মোল্লা মারুফ রশীদ, সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় তিনটি গ্রুপে মোট ৩৪টি বাইচ দল অংশ নেবে। বড় গ্রুপে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। ছোট গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। বিশেষ গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা রাখা হয়েছে।
এছাড়া দুপুর ২টায় মহানগরীর কাস্টমস ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও সন্ধ্যায় রূপসা সেতুর নিচে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সকাল ১০টায় মহানগরীর শিববাড়ির মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমআরএম/ওএইচ/