বুধবার (১৭ অক্টোবর) বিভাগীয় মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস্য অধিদফতরের নেতৃত্বে নদীতে মোট ৮০২টি অভিযান ও ৪৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
পাশাপাশি পাঁচ লাখ ২৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় ও তিন হাজার ২০০ কেজি ইলিশ এবং প্রায় ১৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক আজিজুর।
এর আগে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএস/আরআইএস/