ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
আক্কেলপুরে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ  হাসপাতালে চিকিৎসাধীন আহত মাদক ব্যবসায়ী।ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বুড়াপুকুর নামক স্থান থেকে অহিদুল নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ অক্টোবর) গভীর রাতে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  

অহিদুল আক্কেলপুর উপজেলার রায় নগর গ্রামের কছিম উদ্দীনের ছেলে।

 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, গভীর রাতে বুড়াপুকুর নামক স্থানে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহিদুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অহিদুলকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।  

তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অহিদুলের বিরুদ্ধে আক্কেলপুর থানায় সাতটি মাদক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।