ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
গৌরনদীতে ইয়াবাসহ যুবক আটক আটক আসাদ খান

বরিশাল: বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

আটক মো. আসাদ খান (৩১) গৌরনদী থানাধীন কসবা এলাকার মৃত আলাউদ্দিন খানের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২১ অক্টোবর) দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় র‌্যাব সদস্যরা ঘেরাও করে আসাদ খানকে আটক করে।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে দুইটি ছোট নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।