ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে অস্ত্র-গুলিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সোনাইমুড়ীতে অস্ত্র-গুলিসহ আটক ৩ অস্ত্র-গুলিসহ আটক ৩। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা জব্দ করা হয়।

রোববার (২১ অক্টোবর) ভোরে উপজেলার মহিতখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই গ্রামের মজিবুল হকের ছেলে নুরুল হক (৪৩), ইদ্রিস মিয়ার ছেলে লিটন (২৫) ও খোয়ারপাড়া ভূঁইয়াবাড়ীর জাফর আহমদের ছেলে আব্দুর রহিম (২৮)।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিতখোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি ঘর থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে একটি ৯ এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।