ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন মার্শা বার্নিকাট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন মার্শা বার্নিকাট পুরস্কার হাতে বার্নিকাট

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ সম্মাননা সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন।  

রোববার (২১ অক্টোবর) তার হাতে এ সম্মাননা তুলে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তার দক্ষ নেতৃত্বের জন্য এ সম্মাননা পেয়েছেন। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ সম্মাননা। রোববার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে তার হাতে এই সম্মাননা তুলে দেন এলিস ওয়েলস।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস শনিবার (২০ অক্টোবর) চারদিনের সফরে ঢাকা এসেছেন।  

বাংলাদশে সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।