ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
কালিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫  দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের ভদ্রখালি হাজামপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ থেকে শ্যামনগরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস হাজামপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে  আহত হন বাসের অন্তত পাঁচ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।