তিনি বলেছেন, গ্রামীণফোন ব্যবসার জন্য কলড্রপ করে। একটা কলে ৪ থেকে ৫ বার কলড্রপ, এটা বাস্তব সম্মত না।
রোববার (২১ অক্টোবর) রাতে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করেন।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণফোনকে বেসরকারি খাতে দিয়েছিলেন। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, গ্রামীণফোনের প্রত্যেকটা কলে ৪ থেকে ৫ বার ড্রপ হয়। এ ব্যাপারে গ্রামীণফোন কর্তৃপক্ষকেও অনুরোধ করেছি।
তিনি বলেন, অনেক সময় দেখায় যায় একটা গুরুত্বপূর্ণ কথা বলছি হঠাৎ কলড্রপ। এছাড়া আমাদের রোমিং করা সিম দেখা যায় বিদেশে একটা ফোন করলে হঠাৎ কলড্রপ। এ বিষয়টি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে দেখার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তারা ব্যবসার জন্য কলড্রপ করে। তাও আবার ৪ থেকে ৫ বার। সুতরাং গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর ব্যবস্থা নিতে হবে।
মন্ত্রী বলেন, আরও অনেক ফোন কোম্পানি আছে। গ্রামীণফোন অন্যায়ভাবে ব্যবসার জন্য কলড্রপ করবে, এটা বাস্তব সম্মত না।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসএম/এসকে/ওএইচ/