ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ২৩ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
মুন্সিগঞ্জে ২৩ জেলের জেল-জরিমানা ২৩ জেলের জেল-জরিমানা, অবৈধ কারেন্ট জাল জব্দ। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে কারাদণ্ড ও তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ কেজি মা ইলিশ ও ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। 

রোববার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য অফিসসহ নৌ-পুলিশ ও থানা পুলিশের একাধিক সদস্যরা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ ও লিটন ঢালী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের কারাদণ্ড ও জরিমানা করেন।

 

লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার‍ বাংলানিউজকে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষার্থে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। এ সময় ২০ জেলেকে আটদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জেলেকে তিন হাজার করে নয় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  

অভিযান শেষে জব্দ মা ইলিশগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।