ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেতার শিল্পীদের চাকরি স্থায়ী চায় সংসদীয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
বেতার শিল্পীদের চাকরি স্থায়ী চায় সংসদীয় কমিটি

ঢাকা: বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্মীকরণের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটি। 

বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দাবি উল্লেখ করে এসব শিল্পীর চাকরি স্থায়ী করে পেনশন সংক্রান্ত সমস্যা  দ্রুত নিষ্পত্তিরও সুপারিশ করা হয়েছে।
 
সোমবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সিমিন হোসেন রিমি ও সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
 
বৈঠকে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা বিল ২০১৮’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে পাসের সুপারিশ করে বিলটি চূড়ান্ত করে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।