ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
সোনারগাঁওয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হেলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২২ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার জেরিন টাওয়ারের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে স্বামীসহ বসবাস করেন ওই গৃহবধূ।

রোববার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে কাঁচপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন, হেলাল, রবিন ও দেলেয়ার জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে। ওড়না দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে তারা।
পরে তার বাসায় বেড়াতে আসা দেবর ও জায়ের কাছ থেকে থাকা নগদ টাকা ও ঘরে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে যান ধর্ষণকারীরা।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম মিয়া বাংলানিউজকে জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত হেলাল নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

বাকি অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি সেলিম।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।