ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে কাতার এয়ারওয়েজ প্লেনের জরুরি অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
শাহজালালে কাতার এয়ারওয়েজ প্লেনের জরুরি অবতরণ কাতার এয়ারওয়েজ।

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭। 

সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে প্লেনটি নিরাপদে জরুরি অবতরণ করে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, রাত ৮টার দিকে কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে যাত্রা করে।

ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় প্লেনটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে এসে জরুরি অবতরণ করে। কোনোও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।