ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় রেদোয়ানুল কবির শুভ (৩২) এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মিঠুন হোসেন মিঠু (৩১) নামে আরেক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

শুভ রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের উপর গিয়ে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের পাশে একটি মোটরসাইকেলও পড়েছিল। পরে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শুভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।