ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হোমিও ওষুধ ব্যবসার আড়ালে মাদকের কারবার, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
যশোরে হোমিও ওষুধ ব্যবসার আড়ালে মাদকের কারবার, আটক ২ আটক দুই মাদক কারবারি

যশোর: যশোরের মণিরামপুরে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-উপজেলার চালকিডাঙ্গা গ্রামের মৃত আবুল খাঁ’র ছেলে রিয়ামত আলী (২৩) ও একই উপজেলার মুন্সিখানপুর গ্রামের হারুন গাজীর ছেলে আব্দুস সাত্তার (৩৮)।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা মডার্ন হোমিও ল্যাব, কুষ্টিয়া, বাংলাদেশ লেখা একটি খাকি রংয়ের কার্টনের মধ্য থেকে ১২টি কর্কযুক্ত কাঁচের বোতলে ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত ওষুধ পাওয়া যায়। পরে আসামিদের মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।