ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারে মানহানি মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারে মানহানি মামলা

কক্সবাজার: সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, মঙ্গলবার কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ১০ কোটি টাকার মানহানি মামলাটি করেন।

 

তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।