ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় পলাশ (৩৪) নামে এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের পৌর এম এ মতিন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ পৌর এলাকার সয়া ধানগড়া মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে।

 

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হাসান বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে পলাশ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় রায়গঞ্জ থেকে আসা এইচকে পরিবহনের লোকাল বাস তাকে চাপা দিয়ে টার্মিনালের মধ্যে ঢুকে যায়। স্থানীয়রা গুরুতর আহত পলাশকে সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।