ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
নড়িয়ায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নাহিদ (১৮) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলায় রাজনগর ইউনিয়নের মহিষখোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নাহিদ নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের ভ্যানচালক আলী হোসেন মীর মালতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাহিদ ওই স্কুলের মাঠে তার ভ্যানের উপর বসা ছিল। এ সময় কয়েকজন লোক এসে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।