ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেই আবাসন প্রকল্পে ৫৩ অবৈধ বসতঘর উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
সেই আবাসন প্রকল্পে ৫৩ অবৈধ বসতঘর উচ্ছেদ ..

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়ায় সরকারি পাহাড় দখল করে অবৈধভাবে গড়ে তোলা ‘সেই আলোচিত’ আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এ সময় সেখান থেকে ৫৩টি বসতঘর উচ্ছেদ করা হয়। 

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আবসারের সমন্বয়ে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিম উদ্দিন ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব এ অভিযান নেতৃত্ব দেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, হাইকোর্টের নির্দেশে অভিযান চালিয়ে ঝিলংজা মৌজার এক নম্বর খাস খতিয়ানের ২০১৬৩ ও ২০৩৪ নম্বর দাগের অবৈধ দখলে থাকা প্রায় ২৫০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি এটি রক্ষণাবেক্ষনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

এ ঘটনায় অবৈধ দখলদার কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান নাজিম।

জানা গেছে, প্রশাসনের অগোচরে কয়েকমাস ধরে ওই পাহাড়ের জমি দখল করে লাইট হাউজ সমবায় সমিতির আবাসন প্রকল্পের নামে স্থাপনা নির্মাণ করছে সংজ্ঞবদ্ধ একটি চক্র। গত তিন মাসের মধ্যে সেখানে শতাধিক টিনের ঘর তৈরি করা হয়েছে। এসব স্থাপনা তৈরিতে পাহাড় কাটা হয়েছে নির্বিচারে।

এ বিষয়ে ইয়েস কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুনের একটি রিট মামলার (ক্রিমিনাল মিস মামলা নং-৩০১২৩) প্রেক্ষিতে গত ৩ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্থাপনা নির্মাণ বন্ধ ও স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দেন। উচ্চ আদালতের এ নির্দেশনার প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবছার বাংলানিউজকে বলেন, এটি সরকারি পাহাড়। প্রশাসনের অগোচরে একটি চক্র এটি দখল করে নিয়ে ছিল। এটি রক্ষা করার জন্য সেখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হবে। পুরো পাহাড়ে বনায়ন করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।