ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
সিরাজগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চুরি করে আনা মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।  

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকন (১৮) সিরাজগঞ্জ শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকার আকতার হোসেনের ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই স্বপন (২২) পলাতক রয়েছেন।  

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত স্বপন ও তার বড় ভাই রোকন দুজনেই নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার জন্য তারা চুরি করতেন। এসব কারণে তারা পরিবার থেকে আলাদা থাকতেন। বুধবার রাত ১১টার দিকে চুরি করে আনা একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে স্বপন তার ছোট ভাই রোকনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।