ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অপহৃত জেলে উদ্ধার অভিযানে উদ্ধার অস্ত্র ও জেলে রুহুল । ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সুন্দরবনের চুনকুড়ি নদীর মাথাভাঙ্গা খালে অভিযান চালিয়ে অপহৃত জেলে রুহুল আমিন মোড়লকে উদ্ধার করেছে কোস্টগার্ড। 
 

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রুহুল শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে।

 

কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা আমির হোসেন বাংলানিউজকে জানান, মাথাভাঙ্গা খালে বনদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চারটি পাইপগান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বনদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল ও একটি নৌকা এবং অপহৃত এক জেলেকে উদ্ধারৃ করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের আমির।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।