ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর অভিযান

ঢাকা: মা ইলিশ সংরক্ষণের জন্য প্রধান প্রজনন মৌসুমে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। 

 

অক্টোবরের ৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত মোট ২২ দিন বিমান বাহিনীর ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ চলবে।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার ইলিশ প্রজননের ক্ষেত্রে ৭ হাজার বর্গকিলোমিটার এলাকা চিহ্নিত করে এসব এলাকায় ইলিশ মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনা-বেচা নিষিদ্ধ করেছে।  

এতে আরও বলা হয়, প্রতি বছরের মতো এবারও অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থান চিহ্নিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার আকাশ হতে সার্বক্ষণিক বিশেষ অভিযান এবং পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এ অভিযান কার্যক্রম আগামী ২৮ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।