ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
সোনারগাঁয়ে অস্ত্রসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ওয়ান শুটারগান, একটি ইয়ারগান ও চার রাউন্ড কার্তুজের গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ ও বিএনপি নেতা মাসুদ রানা।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে অস্ত্র আইনে তাদের গ্রেফতার দেখানো হয়।

এর আগে বুধবার (২৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে  উপজেলার চরগোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, একটি ইয়ারগান ও চার রাউন্ড কার্তুজের গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের মাহফুজ পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মৃত নূরুল ইসলাম ইমনের ছেলে ও মাসুদ রানা মঙ্গলেরগাঁও এলাকার শফিকুল ইসলামের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।