ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জেলার সোহেল কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
জেলার সোহেল কারাগারে, রিমান্ড শুনানি সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে ফেনসিডিল ও বিপুল পরিমাণ টাকাসহ আটক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ সোমবার (২৯ অক্টোবর) রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোহেল রানা ময়মনসিংহের ধুবাউড়ার জিন্নাত আলী বিশ্বাসের ছেলে।

তিনি ময়মনসিংহ শহরের ১১৯ আর কে মিশন রোড এলাকায় বসবাস করেন।

কিশোরগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক মো. তফিকুল ইসলাম তৌফিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দু’টি মামলা করেন। মাদক আইনে তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এরআগে ২৬ অক্টোবর (শুক্রবার) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জেলার সোহেল রানাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক এবং স্ত্রী হোসনে আরা পপি, শ্যালক রকিবুল হাসান ও তার নিজের নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।