ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মকরম আলী ওরফে মোবারক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর পূর্ব সড়কের উপজেলার কষ্টাপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকরম আলী ওই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালাম মিয়া বাংলানিউজকে বলেন, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর পূর্ব সড়কের কষ্টাপাড়া মোড় এলাকায় মকরম আলী রাস্তা পাড় হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানটি ওই বৃদ্ধকে প্রায় ২০ মিটার ছেঁচড়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মারা যান মকরম আলী।  

এ ঘটনায় স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।