ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ সাবেক জনপ্রতিনিধি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ সাবেক জনপ্রতিনিধি আটক প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ খুরশিদা করিম নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

খুরশিদা উখিয়া হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, খুরশিদা নভোএয়ার ওয়েজের একটি বিমানে বিকেলে ঢাকা যাচ্ছিলেন। বিমানবন্দরে শরীর তল্লাশিকালে তার ভ্যানিটি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, খুরশিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।