ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
কমলাপুরে দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ইন্টারনাল কনটেইনার ডিপোতে র‌্যাবের জন্য আসা মালামাল আনতে গিয়ে কনটেইনারের ধাক্কায় সার্জেন্ট মো. আবু জাফর নামে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সার্জেন্ট জাফর র‌্যাব সদর দফতরের কমিউনিকেশন অ্যান্ড এমআইএস উইংয়ে কর্মরত ছিলেন।

সন্ধ্যায় কমলাপুরের কনটেইনার ডিপোতে র‌্যাবের জন্য আসা কিছু মালামাল রিসিভ করতে গিয়েছিলেন তিনি। রাত সাড়ে ৮টার দিকে একটি কনটেইনারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।