ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
কালকিনিতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ মৃত নবজাতক। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (৩১ অক্টোবর) সকালে কালকিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের আলাউদ্দিন ক্লিনিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালকিনির পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার পশ্চিম সমসিন গ্রামের সাইফুল ফকিরের স্ত্রী মিনারা বেগম অসুস্থ হয়ে পড়লে বুধবার ভোর ৬টার দিকে বাচ্চা প্রসবের জন্য আলাউদ্দিন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

পরে সেখানে তাকে সিজার করেন ওই ক্লিনিকের চিকিৎসক এনামুল হক।  

সিজারের সময় নবজাতকের মুখমণ্ডলে আঘাত লাগে। ফলে তখনই নবজাতকের মৃত্যু হয় বলে ভুক্তভোগী পরিবার জানান। এদিকে এ নবজাতকের মৃত্যুর ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন।

ভুক্তভোগী মিনারা বেগমের স্বামী সাইফুল ফকির অভিযোগ করে বলেন, ‘ডাক্তার এনামুল আমার স্ত্রীর সিজার করার সময় বাচ্চার মুখমণ্ডলে আঘাত করেন। এতে করে সে মারা যায়। আমরা এর বিচার চাই। ’

অভিযুক্ত চিকিৎসক এনামুল হক বলেন, ‘ওই নবজাতকের জন্মগত ত্রুটি ছিল। শ্বাসকষ্টও ছিল। এ কারণে নবজাতক সিজারের সময়ই মারা যায়। ’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।