ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নদী থেকে এক ব্যক্তির খুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ঝিনাইদহে নদী থেকে এক ব্যক্তির খুলি উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বাসুদেবপুর বাজার এলাকা থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বাংলানিউজকে বলেন, এলাকাবাসী দেওয়া খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মরদেহটি তিন/চার মাস আগের।  

ডিএনএ পরীক্ষার জন্য দেহাবশেষের নমুনা ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।