ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংলাপের গতি-প্রকৃতি খুবই আশাব্যঞ্জক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সংলাপের গতি-প্রকৃতি খুবই আশাব্যঞ্জক সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: সংলাপ নিয়ে অনেকের সন্দেহ ছিলো। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ প্রস্তাবে সম্মত হয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংলাপে বসার বিষয়ে এগিয়ে এসেছেন। তাই সংলাপের গতি-প্রকৃতি খুবই আশাব্যঞ্জক।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লা বার্ডের লালমাই মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ডের) পরিচালনা পর্ষদের ৭১তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

এসময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নির্বাচনের আগে দফা না দিয়ে, দফার বিষয়ে নির্বাচনের পরে আলোচনার আহ্বান জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতিক সময়ে বার্ডের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রকল্প কার্যাক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। পরে মন্ত্রী কুমিল্লা বার্ডে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চসহ বেশ কিছু স্থাপনা উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।