ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত থাকবে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত থাকবে 

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত থাকবে। এছাড়া আগামী ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছে সরকার। 

শনিবার (৩ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এসব কথা বলেন।

ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব বলেন, ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে রোহিঙ্গাদের যে তালিকা হস্তান্তর করা হয়েছে, সেই তালিকা একইদিন জাতিসংঘের শরণার্থী অফিসকেও হস্তান্তর করা হয়েছে।

তাই এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই।

ঠিক কবে নাগাদ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার উভয়পক্ষ ঠিক করেছে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে। তবে ১৫ নভেম্বর শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি।

শহীদুল হক জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে ২২ হাজার ৪৩২ জন রোহিঙ্গার নতুন তালিকা হস্তান্তর করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে বাড়ি-ঘর তৈরির কাজে সহায়তা করছে ভারত ও চীন। ভারত সেখানে ২৮৫টি আর চীন ১ হাজার বাড়ি-ঘর তৈরি করেছে।  

বাংলাদশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।