ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর কারাগারে ব্যারিস্টার মইনুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
রংপুর কারাগারে ব্যারিস্টার মইনুল

রংপুর: মানহানির মামলায় গ্রেফতার জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। 

শনিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কড়া পুলিশি পাহারায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।  

রংপুর কারাগারের জেলার মোহাম্মদ আমজাদ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

রোববার (৪ নভেম্বর) সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে।  

এর আগে, গত ২২ অক্টোবর সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিরুদ্ধে রংপুরে মামলা দায়ের করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম। ওই মামলায় ২২ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।